শিরোনাম
চট্টগ্রামে করোনা পরীক্ষা শুরু রবিবার
প্রকাশ : ২২ মার্চ ২০২০, ০৮:৩৪
চট্টগ্রামে করোনা পরীক্ষা শুরু রবিবার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকায় আইইডিসিআরের পর এবার চট্টগ্রামেও করোনাভাইরাস পরীক্ষা চালু করা হচ্ছে।


করোনাভাইরাস পরীক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় শনাক্তকরণ কিট চট্টগ্রামে পৌঁছাবে রবিবার। ফলে রবিবার (২২ মার্চ) থেকে চট্টগ্রামে শুরু হবে করোনাভাইরাস পরীক্ষা।


চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ‌্যান্ড ইনফেকশনস ডিজিজ (বিটিআইডি) হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষা করা হবে।


শনিবার (২১ মার্চ) দুপুরে চট্টগ্রামে এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হননি জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাস পরীক্ষায় বিটিআইডিতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় কিটও রবিবারের মধ্যে চট্টগ্রামে এসে পৌঁছাবে। এছাড়া করোনা রোগীদের জন্য একই হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা রাখা হয়েছে। তবে কোনো রোগীকে আইসিইউতে রাখতে হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখার ব্যবস্থা রয়েছে।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com