শিরোনাম
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার পরিবারসহ কোয়ারেন্টাইনে
প্রকাশ : ২১ মার্চ ২০২০, ১৮:৫০
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার পরিবারসহ কোয়ারেন্টাইনে
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল পরিবারের সব সদস‌্যসহ স্বেচ্ছায় শনিবার (২১ মার্চ) থেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।


সৈয়দপুর সার্কেলের দায়িত্বরত এ কর্মকর্তা গত ১৭ মার্চ ভারত থেকে দেশে ফিরেছেন। চলতি মার্চ মাসের ২য় সপ্তাহে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভারত সফরে গিয়েছিলেন।


অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, বিদেশ থেকে যারা আসছেন তাদের অবশ‌্যই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমি সে কারণে পরিবারের সদস‌্যদের নিয়ে স্বেচ্ছায় শনিবার থেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছি।


তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে আপনাদের আশেপাশে যারা বিদেশ থেকে আসছেন, তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেবেন। যদি ওই ব‌্যক্তি কোয়ারেন্টাইন মেনে না চলেন, তাহলে প্রশাসনকে অবশ‌্যই অবহিত করবেন।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com