শিরোনাম
চট্টগ্রামে হোম কোয়ারেন্টিনে ৬২০ প্রবাসী
প্রকাশ : ২১ মার্চ ২০২০, ১১:৩৯
চট্টগ্রামে হোম কোয়ারেন্টিনে ৬২০ প্রবাসী
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ সদ্য বিদেশ ফেরত আরো ৫১৮ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে। এ নিয়ে শনিবার (২১ মার্চ) পর্যন্ত মোট ৬২০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।


চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এখন পর্যন্ত ৬২০ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। শুরু থেকে বর্তমান পর্যন্ত চট্টগ্রাম থেকে মোট ৭ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। কারো শরীরে এ ভাইরাস পাওয়া যায়নি।


এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলা সংক্রান্ত বিভাগীয় কমিটির সভায় ৪৮ ঘণ্টার মধ্যে করোনা শনাক্তের কিট চট্টগ্রামে আসছে বলে জানানো হয়। এছাড়া পরীক্ষার জন্য ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) প্রস্তুত রাখার কথাও জানানো হয়।


সভায় সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার বিষয়ে আলোচনা হয়। কেউ যাতে বিষয়টি নিয়ে গুজব ছড়াতে না পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ রয়েছে বলে জানানো হয় বিভাগীয় কমিটির সভায়।


বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com