শিরোনাম
করোনা: বেশি দামে চাল বিক্রি, ৮০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ২০ মার্চ ২০২০, ০৮:১৩
করোনা: বেশি দামে চাল বিক্রি, ৮০ হাজার টাকা জরিমানা
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনা আতঙ্ককে পুঁজি করে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের দাম বাড়ানোয় কুমিল্লার চান্দিনা উপজেলায় পৌরসভা বাজারে অভিযান চালিয়ে চার দোকানীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় অভিযানে নামে উপজেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ চান্দিনা পৌরসভাস্থ চাল বাজার এলাকায় পাইকারী চালের বাজারে অভিযান চালান।


পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের দাম বাড়ানোয় ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওই বাজারের বিভিন্ন আড়ৎ ও খুচরা বাজারে গিয়ে করোনা আতঙ্ককে পুঁজি করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর বিষয়ে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।


নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাশ জানান, করোনাভাইরাসের আতঙ্ককে পুঁজি করে কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি না করতে পারে। মজুত থাকার পরও নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম না বাড়াতে পারে সেজন্য চান্দিনা উপজেলা প্রশাসন সব সময় মাঠে থাকবে। নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com