শিরোনাম
নাটোরের সকল দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা
প্রকাশ : ১৯ মার্চ ২০২০, ১৫:১৭
নাটোরের সকল দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস প্রতিরোধে নাটোরের উত্তরা গণভবন, নাটোর রাজাবাড়ি এবং লালপুরের গ্রীন ভ্যালী পার্কসহ জেলার সকল দর্শনীয় স্থান বন্ধের ঘোষণা দিয়েছে নাটোর জেলা প্রশাসন।


বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সকল দর্শনীয় স্থান সকল জনগণের জন্য প্রবেশাধিকার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সকাল সাড়ে ১০টায় নাটোরের জেলা প্রশাসক মো: শাহরিয়াজ পিএএ বিষয়টি নিশ্চিত করেছেন।


জেলা প্রশাসক জানান, করোনাভাইরাস প্রতিরোধে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৩১মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন উত্তরা গণভবন, নাটোরের রানী ভবানী রাজবাড়ি, লালপুরের গ্রীন ভ্যালী পার্ক বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।


এছাড়া যেখানে বেশি গণজমায়েত হয় এমন দর্শনীয় স্থান বন্ধ থাকবে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে দর্শনীয় স্থানগুলো পূণরায় খুলে দেয়ার নির্দেশ প্রদান করা হবে।


বিবার্তা/সাকলাইন/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com