শিরোনাম
নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং, কুষ্টিয়ায় দুই শিক্ষকের দণ্ড
প্রকাশ : ১৯ মার্চ ২০২০, ১৪:১৯
নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং, কুষ্টিয়ায় দুই শিক্ষকের দণ্ড
ছবি : দণ্ডিত দুই শিক্ষক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং বাণিজ্যের দায়ে দুই শিক্ষককে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।


বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক এ দন্ড দেন।


দন্ডিত শিক্ষক ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজীর সহকারী শিক্ষক মো. আলিমুন হোসেন (৫১) ও গণিতের সহকারী শিক্ষক মুসফিকুর রহমান (৫২)।


ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং বাণিজ্য ও প্রাইভেট পড়ানো বন্ধ ঘোষণা করলেও সরকারী নির্দেশ অমান্য করে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের গোবরগাড়া এলাকার ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ে এক শ্রেণির অসাধু শিক্ষক কোচিং চালিয়ে যাচ্ছিলেন। এমন সংবাদ পেয়ে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।


এসময় ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকটি কক্ষে বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থীদের কোচিং ক্লাস চলা অবস্থায় শিক্ষক মো. আলিমুন হোসেন ও শিক্ষক মুসফিকুর রহমানকে আটক করে। পরে দ. বি. ১৮৬০ এর ২৯১ ধারায় দুই শিক্ষকের ১০ হাজার করে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আজগর আলী।


ভ্রাম্যমান আদালত চলাকালে দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com