শিরোনাম
উল্লাপাড়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ : ১৮ মার্চ ২০২০, ১৪:১৩
উল্লাপাড়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলায় তার স্বামী সনাতন চন্দ্র ভৌমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ভৌমিক একই উপজেলার বোয়ালিয়া মালিপাড়া গ্রামের বৈদ্যচন্দ্র ভৌমিকের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।


মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০১ সালের ২ আগস্ট রাতে যৌতুকের দাবিতে স্ত্রী স্বপ্না রানীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করেন সনাতন চন্দ্র ভৌমিক। এ ঘটনায় নিহতের মা রাজু বালাদে বাদি হয়ে মামলা করেন। মামলার পর থেকেই সনাতন চন্দ্র ভৌমিক সপরিবারে পলাতক রয়েছেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।


ওই আদালতের সরকারি কৌঁশলি (পিপি) আইনজীবী আবদুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com