শিরোনাম
সিলেটে হোম কোয়ারেন্টেইনে ২৮৯ জন
প্রকাশ : ১৮ মার্চ ২০২০, ০৮:৫৬
সিলেটে হোম কোয়ারেন্টেইনে ২৮৯ জন
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস প্রতিরোধে সিলেট জেলায় ২৮৯ জনকে হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তাদের মধ্যে প্রায় সবাই বিদেশ ফেরত। এছাড়া নগরীর শহীদ সামছুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টাইনে থাকা তিনজনের মধ্যে দুইজনকে ছেড়ে দেয়া হয়েছে।


সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, বিদেশফেরত ব্যক্তিদের পর্যবেক্ষণে জেলা স্বাস্থ্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। খবর পাওয়ার সাথে সাথেই তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িতে সার্বক্ষণিক স্বাস্থ্যকর্মী ও স্থানীয় প্রশাসনের নজরদারি করছে।


এর আগে সিলেটে দুবাইফেরত এক যুবক ও সৌদিফেরত এক নারীকে কোয়ারেন্টাইনে রাখা হয়। তবে তাদের মধ্যে করোনাভাইরাস না পাওয়ায় হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে ছাড়পত্র দেয়া হয়েছে।


এদিকে মঙ্গলবার (১৭ মার্চ) করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা সংগ্রহের মাধ্যমে পরীক্ষা করার পর ওই দুজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com