শিরোনাম
মন্ত্রিসভায় উঠছে ডিজিটাল সিকিউরিটি আইন
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৬, ১৮:২২
মন্ত্রিসভায় উঠছে ডিজিটাল সিকিউরিটি আইন
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

আগামী সপ্তাহেমন্ত্রিসভায় ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (এমপি)।


বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিরা এখন প্রযুক্তির ব্যবহার করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আধুনিক তথ্য প্রযুক্তির অপব্যবহার করে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তাই তাদের আইনের আওতায় আনতে আগামী সপ্তাহেমন্ত্রিসভায় ‘ডিজিটাল সিকিউরিটি আইন’ নামে নতুন একটি আইন উপস্থাপন করা হবে। এই আইনের আওতায় ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি, ন্যাশনাল সাইবার সিকিউরিটি কাউন্সিল, ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম গঠন হবে। এই চারটি পিলারের উপর ভিত্তি করে সাইবার সিকিউরিটি বাড়ানো হবে।


তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার করে জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে দেয়া হয়েছে। আইসিটি আইনের ৫৭ ধারা মোতাবেক প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ধারা চলছে। কেউ যাতে প্রযুক্তির ব্যবহার করে জঙ্গিবাদে উসকানি বা জড়াতে না পারে সেজন্য আইন-শৃংঙ্খলাবাহিনী ব্যবস্থা নিয়েছে, এখনও নিচ্ছে। আর আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্যই ডিজিটাল সিকিউরিটি আইন করা হচ্ছে।


বিবার্তা/রিমন/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com