শিরোনাম
সাভারে বিদেশ ফেরত ৮ জন হোম কোয়ারেন্টাইনে
প্রকাশ : ১৬ মার্চ ২০২০, ১৫:৪৬
সাভারে বিদেশ ফেরত ৮ জন হোম কোয়ারেন্টাইনে
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে বিদেশ ফেরত ৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


সোমবার (১৬ মার্চ) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা। হোম কোয়ারেন্টাইনে থাকা ৪ জন ইতালি থেকে, সৌদি আরব থেকে ২ জন, সংযুক্ত আরব আমিরাত ফেরত ২ জন রয়েছেন।


করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কের জেরে সরকারি নির্দেশনা মেনে তাদের কড়া নজরদারির মধ্যে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।


তিনি জানান, বিদেশ প্রত্যাগত এই ৮ জনকে হাসপাতালে রাখার মতো পরিস্থিতি তৈরী হয়নি। ফলে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আমরা প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ রাখছি।


তিনি আরো জানান, আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য উপকেন্দ্রকে আইসোলেশন ইউনিট হিসেবে তৈরি রাখা হয়েছে। পাশাপাশি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে ৬ জন রোগী রাখার মতো ব্যবস্থা করা হয়েছে।


সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসাইন জানান, বিদেশ ফেরতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে দেয়া নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশও তাদের নজরদারি করছে। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/শরীফুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com