শিরোনাম
রামগড়ে ৬ ঘর আগুনে পুড়ে ছাই
প্রকাশ : ১৬ মার্চ ২০২০, ০৮:৩৫
রামগড়ে ৬ ঘর আগুনে পুড়ে ছাই
ফাইল ছবি
রামগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ির রামগড় আবাসিক এলাকায় রবিবার (১৫ মার্চ) বেলা ২টায় আগুন লেগে ছয়টি বসতঘর পুড়ে যায়।


এতে ডা. বাদল চক্রবর্তীর ২টি, রুহুল আমীন মানিকের ৪টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং বাবুল সূত্রধরের বসতঘরও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়।


ডা. বাদল চক্রবর্তী জানান, হার্টের চিকিৎসায় আজই ব্যাংক থেকে তুলা ৮৫ হাজার টাকাসহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার পুড়ে যায়।


রামগড় ফায়ার সার্ভিস কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রান্না ঘরের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে বলে তিনি জানান।


রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার, মেয়র কাজী শাহজাহান রিপন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোস্তফা হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ, ইউএনও আ ন ম বদরুদ্দোজা, ওসি শামসুজ্জামান প্রমুখ ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com