শিরোনাম
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ১৭:০৫
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকরা।


রবিবার (১৫ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।


এসময় সাংবাদিক নেতৃবৃন্দ কুড়িগ্রামের সাংবাদিক আরিফুর রহমানকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ভ্রাম্যমান আদালতে সাজা দিয়ে কারাগারে প্রেরণ, মানব জমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল প্রযুক্তি আইনে মামলা, মাদারীপুরের সাংবাদিক সাবরীন জেরিমের উপর হামলাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির করার প্রতিবাদ জানান।


মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপনসহ প্রমূখ। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় সাংবাদিক নেতারা কুড়িগ্রামের জেলা প্রশাসক পারভিন সুলতানাকে অপসারণ ও তার শাস্তির দাবি জানান।


বিবার্তা/সুমন/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com