শিরোনাম
মহাখালীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ১৫:৫৯
মহাখালীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।


রবিবার (১৫ মার্চ) বেলা ২টা ৫২ মিনিটে আমতলী এলাকায় রয়েল ফিলিং স্টেশনের পাশের একটি ভবনের নয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, বেলা ২টা ৫২ মিনিটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দেয়া খবরে একটি টহল গাড়িসহ ৬টি ইউনিট আগুন নির্বাপণের জন্য পাঠানো হয়। পরে আরো দুইটি ইউনিট পাঠানো হয়। এক পর্যায়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


তিনি আরো জানান, নয়তলা বিশিষ্ট ভবনের নবম তলায় নির্মাণকাজ চলছিলো। একপর্যায়ে সেখানে আগুনের সূত্রপাত হয়। তবে কোথা থেকে বা কি কারণে আগুন লেগেছে তা বলতে পারেননি তিনি।


বিবার্তা/খলিল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com