শিরোনাম
কুষ্টিয়ায় শিশু হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন
প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ১৫:২৫
কুষ্টিয়ায় শিশু হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা তিন মাসের শিশু হত্যা মামলায় শাপলা রাণী (২২) নামে শিশুর কাকীমাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।


রবিরার (১৫ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আদালতে আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর দাসপাড়া গ্রামের বিশু কুমার দাসের স্ত্রী শাপলা রানী দাস (২২)।


আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় উপজেলার আলামপুর দাসপাড়া গ্রামের মানিক কুমার দাসের তিন মাস বয়সী শিশু মুক্তা রানী দাস ঘুমন্ত অবস্থায় ঘরের বারান্দা থেকে নিঁখোজ হয়। ঘটনার দিন রাত পৌঁনে ৮ টার দিকে বাড়ির টিউবওয়েলের পাশ থেকে শিশুকে মৃত অবস্থায় খুঁজে পান পরিবারের লোকজন।


এ ঘটনায় নিহত শিশুর দাদা সুনীল কুমার দাস বাদি হয়ে পরদিন ২৩ জানুয়ারি অজ্ঞাত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অপহরণপূর্বক হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ১৪ মার্চ ২০১৯ তারিখে আদালতে চার্জশিট দেয় পুলিশ।


কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার স্বাক্ষ্য শুনানী শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি শাপলা রানী দাসের যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সাজার আদেশ দিয়েছেন আদালত।


বিবার্তা/শরীফুল/এসএ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com