শিরোনাম
ভোলায় করোনা সন্দেহে প্রবাসী যুবক হোম কোয়ারেন্টাইনে
প্রকাশ : ১৪ মার্চ ২০২০, ২২:০৩
ভোলায় করোনা সন্দেহে প্রবাসী যুবক হোম কোয়ারেন্টাইনে
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলায় করোনাভাইরাস সন্দেহে ইতালি ফেরত এক প্রবাসী যুবককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


শনিবার (১৪ মার্চ) ভোলায় করোনাভাইরাস সন্দেহে ইতালি ফেরত এক প্রবাসী যুবককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এমন খবর শহরে ছড়িয়ে পড়ে। পরে দুপুরে ইতালি ফেরত এক যুবককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে ভোলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। সাধারণ জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ভোলা স্বাস্থ্য বিভাগ। সবাইকে সচেতনতা হতে বলা হয়েছে।


এদিকে করোনাভাইরাস মোকাবেলায় ভোলা সদর হাসপাতালে ২০শয্যার একটি পৃথক করোনা আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। এছাড়া যে সকল ব্যক্তি জ্বর সর্দি-কাশি গলা ব্যথা নিয়ে আসছে তাদের আলাদা স্ক্যানিং করার জন্য ভোলা সদর হাসপাতালে আলাদা স্ক্যানিং রুম খোলা হয়েছে। সেখানে সর্বক্ষণিক একজন ডাক্তার নিয়োগ করা হয়েছে তিনি রোগীদের তদারকি করবেন।


বিবার্তা/শাহীন/জাহিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com