শিরোনাম
রৌমারী সীমান্তে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রকাশ : ১৪ মার্চ ২০২০, ০৮:৫৩
রৌমারী সীমান্তে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে ইসমাইল হোসেন কালু (৩২) নামে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।


শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৫৬ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। জানা গেছে, ইসমাইল হোসেন কালু দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।


স্থানীয়রা জানান, রাতে খেতারচর সীমান্তের ১০৫৬ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছ দিয়ে ১২ থেকে ১৫জন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতের কাঁটাতারের ওপর দিয়ে গরু পারাপার করছিলেন। এসময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া করে। বিএসএফের ধাওয়ায় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ইসমাইল ধরা পড়েন।


জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ জানান, এ ব্যাপারে বিএসএফ কোনো সাড়া দেয়নি। আমরা খোঁজখবর নিচ্ছি।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com