শিরোনাম
ফেনীতে অবৈধভাবে মাটি কাটায় আড়াই লাখ টাকা জরিমানা
প্রকাশ : ১৩ মার্চ ২০২০, ১৮:৫৮
ফেনীতে অবৈধভাবে মাটি কাটায় আড়াই লাখ টাকা জরিমানা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় রাতের আধারে অবৈধভাবে উর্বর কৃষি জমির মাটি কাটার অপরাধে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১ টা থেকে ২ টা পর্যন্ত উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রাম এবং রাধানগর ইউনিয়নের শান্তির বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়ার নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।


অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি এক্সকাভেটর জব্দ করা হয় এবং ঘটনার সাথে জড়িত আব্দুল মান্নান ( ৫০) এবং নাঈম (২৬) নামে দুই ব্যক্তিকে যথাক্রমে ৫০ হাজার এবং ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সফিকুল ইসলাম এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের বলেন, অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/সাব্বির/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com