শিরোনাম
চট্টগ্রামে ট্রলি খাদে পড়ে চালকসহ নিহত ২
প্রকাশ : ১২ মার্চ ২০২০, ১১:২১
চট্টগ্রামে ট্রলি খাদে পড়ে চালকসহ নিহত ২
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণ সামগ্রী বোঝাই একটি ট্রলি খাদে পড়ে চালকসহ দুজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন।


বুধবার (১২ মার্চ) রাত ১০টার দিকে লোহাগাড়ার চুনতির নলবনিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন: ট্রলিচালক মো. ইসমাইল (৩৮) ও নির্মাণ শ্রমিক আবদুল হাকিম (৪৫)। ইসমাইলের বাড়ি কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাং কোরবানিয়া ঘোনা এলাকায়। বাবার নাম এখলাছ উদ্দিন। আবদুল হাকিমের বাড়ি হারবাং এলাকায়। বাবার নাম সোলতান আহমদ।


আহত ব্যক্তির নাম মো. আমিন। তিনি নির্মাণ শ্রমিক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত রাতে লোহাগাড়ার বটতলী থেকে নির্মাণসামগ্রী বোঝাই করে দুজন শ্রমিকসহ ট্রলিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে বান্দরবানের আজিজনগরের দিকে যাচ্ছিল। রাত ১০টার দিকে নলবনিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রলিটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে নির্মাণ শ্রমিক আবদুল হাকিম ঘটনাস্থলেই মারা যান।


পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক মো. ইসমাইল মারা যান। গুরুতর আহত মো. আমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. ইয়াসির আরাফাত বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com