শিরোনাম
জয়পুরহাটে মাটির স্তুপে চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ১১ মার্চ ২০২০, ১৫:৫১
জয়পুরহাটে মাটির স্তুপে চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাট সদর উপজেলার মল্লিকপুর আদর্শ উচ্চাবিদ্যালয় মাঠে মাটি চাপা পড়ে দুইজন ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছেন।এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।বুধবার দুপুরে মল্লিকপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শ্রমিকরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ইছুয়া নয়াপাড়া গ্রামের মৃত কলিমুদ্দিনেরর ছেলে আব্দুল কুদ্দুস (৪৫) ও পার্শ্ববর্তী নওগাঁর ধাম্ইুরহাট উপজেলার উত্তর জাহানপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আতিয়ার হোসেন (৩৫)।


আর আহত শ্রমিকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার চিরলা গ্রামের মনসুর হোসেনের ছেলে বাবু হোসেন (২৫) ও ধামুইরহাট উপজেলার জাহানপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রায়হান হোসেন (২৫)।


জয়পুরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম জানান, মল্লিকপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের একটি নির্মাণাধীন ভবনের খনন করা মাটি স্তুপ করে রাখা হয়। সেখান থেকে ট্রাক্টর যোগে মাটিগুলি বিদ্যালয় দপ্তরি রাসেল হোসেনের পুকুরে ভরাট করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এরই এক পর্যায়ে মাটিগুলো সরানোর সময় চার ট্রাক্টর শ্রমিক স্তুপের উপর থেকে ধসে পরা মাটির নিচে চাপা পরেন।


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিতদের উদ্ধারের পর দুই শ্রমিকের মৃত নিশ্চিত করেন এবং আহত অপর দুই শ্রমিককে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।


বিবার্তা/সোহেল/জাহিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com