শিরোনাম
দিনাজপুরে ২৯ কৃতি শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি’ প্রদান
প্রকাশ : ১০ মার্চ ২০২০, ২১:২১
দিনাজপুরে ২৯ কৃতি শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি’ প্রদান
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরে ২৯ জন কৃতি শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি-২০২০’ প্রদান করা হয়েছে।দিনাজপুর জেলা প্রশাসন সম্মেলন কেন্দ্র কাঞ্চনে মঙ্গলবার দুপুরে ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি-২০২০’ প্রদান করে বে-সরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। আশা’র কেন্দ্রীয় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হায়দারের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি-২০২০’ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মো. সানিউল ফেরদৌস, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, সহকারি জেলা শিক্ষা অফিসার আব্দুল বারী, আশা’র ডিভিশনাল ম্যানেজার মো. হাফিজুর রহমান আকন্দ বক্তব্য রাখেন।


প্রত্যেককে ২১ হাজার করে ২৯ জন কৃতি শিক্ষার্থীকে অনুষ্ঠানে ছয় লাখ ৩৯ হাজার টাকা এককালীন ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি-২০২০’ প্রদান করা হয়।


বিবার্তা/শাহ্ আলম/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com