শিরোনাম
ধুনট উপজেলা চেয়ারম্যান ও এমপি পুত্রের মামলা প্রত্যাহারে বিক্ষোভ
প্রকাশ : ০৯ মার্চ ২০২০, ১৯:৩৬
ধুনট উপজেলা চেয়ারম্যান ও এমপি পুত্রের মামলা প্রত্যাহারে বিক্ষোভ
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য হাবিবর রহমানের পুত্র আসিফ ইকবাল সনি ও ভাইস চেয়ারম্যান সহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৮ মার্চ) বিকেল ৫টায় ধুনট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


২ মার্চ রাতে আধিপত্য বিস্তার নিয়ে বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমানের অনুসারী ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য ইমরুল কাদের সেলিমেকে পিটিয়ে আহত করে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর অনুসারী ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান ও তার লোকজন।পরবর্তীতে ইমরুল কাদের সেলিমের লোকজনও হামলা চালিয়ে শরিফুল ইসলাম খানকে পিটায়।


এ ঘটনায় ইমরুল কাদের সেলিম বাদী হয়ে জেলা আওয়ামী লীগ অনুসারী ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান সহ সাত জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন।


পরবর্তীতে শরিফুল ইসলাম খান বাদী হয়ে এমপি হাবিবর রহমানের ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ ইকবাল সনি, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন ও যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম সহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীর নামে পৃথক মামলা দায়ের করেন।


এদিকে গত ৫ মার্চ আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম খান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মজিবর রহমান মজনুর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।


অপরদিকে রবিবার (৮ মার্চ) বিকেল ৫টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ ইকবাল সনি, রেজাউল করিম রেজা, যুগ্ন সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, ভিপি সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের আহবায়ক আশিকুর রশিদ হেলাল।


এছাড়াও প্রতিবাদ সভায় ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


বিবার্তা/বাদশা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com