শিরোনাম
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ০৮ মার্চ ২০২০, ১৫:০১
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।


রবিবার (৮ মার্চ) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শওকত আলী।


দণ্ডিত আসামি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ভাটটোলা গ্রামের মৃত বাহার আলীর ছেলে মোঃ মাসুদ রানা (৫১)।


মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের মেয়ে সায়মা খাতুন পলির সাথে মাসুদ রানার সাথে ১৫ বছর আগে বিয়ে হয়। মাসুদ রানা কোন কাজকর্ম করতো না, এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো।


এরই এক পর্যায়ে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর গভীর রাতে স্ত্রী সায়মাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা সেতারা বেগম ওইদিনই সকালে বাদী হয়ে মাসুদ রানার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।


মামলার তদন্ত শেষে মাসুদকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহতাব আলী। আজ রোববার দুপুরে মাসুদ রানার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com