শিরোনাম
৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ এখন সারা বিশ্বের সম্পদ: কৃষিমন্ত্রী
প্রকাশ : ০৭ মার্চ ২০২০, ১৬:১৭
৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ এখন সারা বিশ্বের সম্পদ: কৃষিমন্ত্রী
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আমাদেরকে মুক্তিযুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।এই ভাষণ এখন সারা বিশ্বের সম্পদ।৭ মার্চের ভাষণের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।


শনিবার (৭ মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, আজকের এই দিনে বঙ্গবন্ধুর সেই ভাষণের মাধ্যমে জাতি ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো।দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করেছিলো।যতদিন পদ্মা, মেঘনা, যমুনা বহমান থাকবে ততোদিন বঙ্গবন্ধুর কীর্তি এদেশে থাকবে।


টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুর হক বীরপ্রতীক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি। শেষে ৭ মার্চ উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।


বিবার্তা/তোফাজ্জল/জাহিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com