শিরোনাম
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১
প্রকাশ : ০৭ মার্চ ২০২০, ০৮:৫৮
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাকিবুল ইসলাম (২৫) নামে একজন নিহত হয়েছেন।


শুক্রবার (৭ মার্চ) রাতে টঙ্গী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল চট্টগ্রামের হালি শহর এলাকার আব্দুল ওয়াদুদ পাটোয়ারীর ছেলে। তিনি চট্টগ্রাম অঞ্চলে এলিট পেইন্টের অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।


শনিবার (৭ মার্চ) গাজীপুরের চন্দ্রার শিল্পকুঞ্জ রিসোর্টে আমাদের কোম্পানির পিকনিক ও সেলস কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে যোগ দিতে চট্টগ্রামের কদমতলী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে এলিট পেইন্টের ২২ জন কর্মী ঢাকায় যাচ্ছিলেন। ট্রেনটি কিছুক্ষণের জন্য টঙ্গী স্টেশনে থামে। এসময় দরজার কাছে দাঁড়িয়ে অসুস্থ মায়ের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন রাকিবুল। পরে ট্রেন ছেড়ে দেয়ার মুর্হূতে এক ছিনতাইকারী তার মোবাইল কেড়ে নেয়। এ সময় লাফ দিয়ে ট্রেন থেকে নেমে যান রাকিবুল। পরে ছিনতাইকারীদের ছরিকাঘাতে তিনি মারা যান।


এলিট পেইন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হাসান মো. ইমতিয়াজ জানান, রাকিবুল ট্রেন থেকে নামতে পারলেও চলন্ত ট্রেন থেকে অন্য সহকর্মীরা নামতে পারেনি। এরপর বিমানবন্দর স্টেশনে ট্রেন থামার পর তারা টঙ্গী স্টেশনে ফিরে রাকিবুলের মৃত্যুর সংবাদ পান।


টঙ্গী স্টেশনের স্টাফ আব্দুল কাদের জানান, টঙ্গী রেল গেইট এলাকার রেলওয়ে স্কুলের পাশ থেকে রাত পৌনে ১০টার দিকে এক যুবকের মরদেহ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বুকের নিচে ছুরি ক্ষত রয়েছে। নিহতের পকেটে বিনোদন ক্যাবল নেটওয়ার্কের একটি প্রাপ্তি রশিদ পাওয়া গেছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com