শিরোনাম
রোহিঙ্গা ডাকাতের কাছে র‍্যাব-সেনাবাহিনীর পোশাক!
প্রকাশ : ০৬ মার্চ ২০২০, ২১:১৫
রোহিঙ্গা ডাকাতের কাছে র‍্যাব-সেনাবাহিনীর পোশাক!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজি উল্লাহ (৩০) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।


শুক্রবার( ৬ মার্চ) বিকেল চারটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিবছড়া পাহাড়ের পাদদেশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ।


অজি উল্লাহ মিয়ারমারের মংডুর শহরে ইনসং গোদাপাড়া (বর্তমানে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের ই- ব্লকের) বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।


পুলিশের জানিয়েছে, নিহত অজি উল্লাহ রোহিঙ্গা ডাকাত জকির আহমদের সেকেন্ড ইন কমান্ড ও তার ভাগিনা। ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর দুটি জ্যাকেট, র‌্যাবের পাঁচটি শার্ট, ২টি প্যান্ট; আরকান বিজিপির ৫টি শার্ট, ৩টি প্যান্ট; এলজি তিনটি, ৩৬টি খোসা, তাজাগুলি ১০ রাউন্ড, একটি বিদেশি পিস্তল, গুলি ৪টি, খোসা ১টি, একটি ম্যাগজিন ও ২২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com