শিরোনাম
সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে: আব্দুল কুদ্দুস এমপি
প্রকাশ : ০৫ মার্চ ২০২০, ২১:৩৭
সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে: আব্দুল কুদ্দুস এমপি
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারীদের উদ্দেশ্যে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেছেন, সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে। নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই। আপনারা আপনাদের ছেলেমেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করুন। তারা যেন দেশের কল্যাণে কাজ করতে পারে।


বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উদযাপনের লক্ষে আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সমাবেশে প্রায় ৫ শতাধিক নারী অংশগ্রহণ করেন।


সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম, ইউএনও তমাল হোসেনের সহধর্মীনি কৃষিবিদ জান্নাতুল মাওয়া প্রেমা, ওসির সহধর্মীনি মাকসুদা পারভিন, প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. মোজাম্মেল হক, রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের প্রভাষক মো. মাজেম আলী মলিনসহ।


বিবার্তা/সাকলাইন শুভ/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com