শিরোনাম
করোনা আক্রান্ত সন্দেহে সিলেটে দুবাইফেরত প্রবাসী কোয়ারেন্টাইনে
প্রকাশ : ০৫ মার্চ ২০২০, ০৯:৪৪
করোনা আক্রান্ত সন্দেহে সিলেটে দুবাইফেরত প্রবাসী কোয়ারেন্টাইনে
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে দুবাইফেরত এক প্রবাসীকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।


বুধবার (৪ মার্চ) রাত ১১টার দিকে অসুস্থ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যান স্বজনরা। পরে সেখানে করোনা ভাইরাসের সন্দেহ হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে।


এর আগে নগরের পাঠানটুলা এলাকায় বেসরকারি রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ওই প্রবাসী চিকিৎসা নিতে যান।


হাসপাতাল সূত্রে জানা গেছে, দুবাইফেরত প্রবাসী জ্বর, কাশি ও মাথাব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। প্রবাসী হওয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সম্ভাবনা রয়েছে এমন সন্দেহ থেকে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়।


জানা গেছে, ওই প্রবাসী গত ২৯ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে ফেরেন। এরপর তিনি জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হন। এর চিকিৎসা নিতে বুধবার দুপুরে তিনি রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেয়া হয়।


সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, তার জ্বর এবং বিদেশফেরত হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাই তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার মেডিকেল বোর্ড গঠন করে তাকে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com