শিরোনাম
ঝিনাইদহে গুড়িয়ে দেয়া হলো নদী তীরের অবৈধ স্থাপনা
প্রকাশ : ০৪ মার্চ ২০২০, ১৭:৫৯
ঝিনাইদহে গুড়িয়ে দেয়া হলো নদী তীরের অবৈধ স্থাপনা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে দ্বিতীয় দিনের মতো নবগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এনিয়ে গেলো দু’দিনে নদী তীরের অর্ধশতাধিকের বেশি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হলো।


বুধবার (৪ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। এসময় শহরের চাকলাপাড়া ও ক্যাসেল ব্রীজ সংলগ্ন টিনের ঘর, পাকা-আধাপাকা দোকান ঘর গুড়িয়ে দেওয়া হয়।


অভিযানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।


এর আগে মঙ্গলবার (৩ মার্চ) সকালে শহরের চাকলাপাড়া ব্রীজ এলাকা থেকে পবহাটি ব্রীজ এলাকা পর্যন্ত ৭৩ টি উচ্ছেদ অভিযান শুরু হয়।


নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন জানান, অবৈধ দখলদারদের তালিকা প্রণয়ন করে তাদের স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়েছিলো। অনেকে স্বেচ্ছায় সরিয়ে নিয়েছে। যারা স্থাপনা সরাননি সেগুলো উচ্ছেদ শুরু হয়েছে।


তিনি আরো জানান, দুই দিনে চাকলাপাড়া, আরাপপুরের ক্যাসেল ব্রীজ এলাকার স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি।


বিবার্তা/কোরবান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com