শিরোনাম
ভাওয়াইয়া গান ব্রান্ডিং করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৭
ভাওয়াইয়া গান ব্রান্ডিং করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আমাদের ভাওয়াইয়া গানের সুতিকাগার হলো কুড়িগ্রাম। সেজন্য আমরা জাতীয় ভাওয়াইয়া উৎসব কুড়িগ্রামে করছি। এটি ব্রান্ডিং করার কথা প্রধানমন্ত্রী বলেছেন। সেটি বাস্তবায়ন করা হবে। আগামী অর্থ বছরে এটি করার চেষ্টা আমরা করবো।


বৃহস্পতিবার কুড়িগ্রামে দুদিনের ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠান উদ্বোধনকালে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘এ দেশের বরেণ্য ব্যক্তি ও প্রখ্যাত লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতি ধরে রাখার জন্য কুড়িগ্রামে একটি স্মৃতি কমপ্লেক্স করার জন্য নকসা তৈরির কাজ নতুনভাবে করা হচ্ছে। এখনো বাজেট হয়নি। নকসা তৈরি হলে স্মৃতি কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু করা হবে।’


কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে দুদিনের ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব বদরুল আনম ভুঁইয়ার সভাপতিত্বে উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।


সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন এবং জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির সহয়োগিতায় দুদিনের ভাওয়াইয়া উৎসবে সন্ধ্যায় পরিবেশন করা হবে দেশীয় ও ভারতীয় শিল্পীদের নিয়ে ভাওয়াইয়া গান।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com