শিরোনাম
‘উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনবদ্য’
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৯
‘উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনবদ্য’
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরা অনবদ্য ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।


বুধবার বেলা ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।


এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনকে।


মিলন আরো বলেন, ‘সাংবাদিকতা একটি মহান কাজ। তবে সবসময় সাংবাদিককে সৎ ও নিরপেক্ষ থাকতে হবে। সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে।তাহলে প্রত্যেক নাগরিকের তথা দেশের সার্বিক উন্নয়ন সম্ভব।’


তিনি এলাকার উন্নয়ন, মেঘা প্রকল্প পানগুছি নদীতে সেতু নির্মাণ কাজের বাস্তবায়ন, বেড়িবাঁধ, মোরেলগঞ্জ-শরণখোলা সুন্দরবন পর্যাটন কেন্দ্র স্থাপনসহ নানা বিষয়ে সংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।


সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমমাদুল হক, প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাজু/জাহিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com