শিরোনাম
সীমান্তে বিএসএফ’র ককটেলে ৩ বাংলাদেশী আহত
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৫
সীমান্তে বিএসএফ’র ককটেলে ৩ বাংলাদেশী আহত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ছোড়া ককটেল বিস্ফোরণে বাংলাদেশী তিন গরু ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তাদের পরিবারিক সূত্র নিশ্চিত করেছে।


পরিবারিক সূত্র আরো জানায়, ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু নামানোর সময় টহলরত বিএসএফ সদস্যরা চোরাকারবারীদের লক্ষ করে ওই ককটেল ছোড়ে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে।


আহতদের পরিবার ও সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, ভোররাতের দিকে বাংলাদেশী একদল গরু ব্যবসায়ী আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৫ এর নিকটে খেতার সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু আনতে যায়। এসময় ভারতের দ্বীপচর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করে। এক পর্য়ায়ে বেশ কয়েকটি ককটেল ছোড়ে বিএসএফ সদস্যরা। ককটেলের আঘাতে রফিকুল ইসলাম (৩৫), মনছের আলী (৪০) ও ময়নাল হক (৩৭) নামের তিন চোরাকারবারী আহত হয়। এ অবস্থায় সঙ্গীরা তাদের উদ্ধার করে গ্রামের পল্লী চিকিৎসকের কাছে গোপনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।পরে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনজনই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।


আহত তিজনের মধ্যে দুইজনের বাড়ি একই সীমান্ত এলাকা খেতার গ্রামে আর ময়নাল হকের বাড়ি কাউনিয়ারচর গ্রামে বলে জানা গেছে।


পুলিশ ও বিজিবির ভয়ে গরু ব্যবসায়ীরা আহতদের গোপনে রংপুরে পাঠায় চিকিৎসার জন্য-এমন তথ্য জানিয়েছেন গরু ব্যবসায়ীরা।


দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার জয়েন উদ্দিন বলেন, বিএসএফ’র ককটেল বিস্ফোরণে তিন বাংলাদেশী আহত হওয়ার খবর আমরাও শুনতে পেয়েছি।


বিবার্তা/সৌরভ ঘোষ/জাহিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com