শিরোনাম
কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০২
কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের প্রাণকেন্দ্র মিতালী সিনেমা হল সংলগ্ন এলাকায় প্রায় দুই কোটি টাকা মূল্যের দখলকৃত জমিতে কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এ অভিযান শুরু করে পানি উন্নয়ন বোর্ড।


এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিশ্বাস চাকমা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী, উলিপুর ও রৌমারী উপজেলায় ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকার প্রায় ৫৩ কিলোমিটার তীর রক্ষা বাঁধে অবৈধ বসতবাড়ী ও দোকানপাট উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করে বাঁধগুলো সংস্কার করা হবে।


বিবার্তা/সৌরভ/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com