শিরোনাম
৯৬ জলদস্যুকে ১ লাখ টাকা করে অনুদান দিচ্ছে সরকার
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৩
৯৬ জলদস্যুকে ১ লাখ টাকা করে অনুদান দিচ্ছে সরকার
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের মহেশখালীতে আত্মসমর্পণ করা ৯৬ জলদস্যুকে পুনর্বাসনের অংশ হিসেবে এক লাখ টাকা করে আর্থিক অনুদান দিচ্ছে সরকার।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেয়া এই অর্থের অনুমোদন দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।


গত বছরের ২৩ নভেম্বর কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে ১২ বাহিনীর ৯৬ জন জলদস্যু ও অস্ত্র কারিগর আত্মসমর্পণ করেছিলেন। প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামীম মুসফিক স্বাক্ষরিত ওই চিঠি গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়।


চিঠিতে বলা হয়, আত্মসমর্পণ করা জলদস্যু ও অস্ত্রকারিগরদের পুনর্বাসনের জন্য প্রত্যেককে এক লাখ টাকা করে ৯৬ জনকে ৯৬ লাখ টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা করা হয়েছে। চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব আবু বকর ছিদ্দীক বলেন, আত্মসমর্পণ করলে তাদের যেসব সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সেগুলো ইতিমধ্যে দেয়া হয়েছে। বর্তমান সরকার সন্ত্রাস দমনে প্রতিশ্রতিবদ্ধ।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com