শিরোনাম
‘প্রতি জেলায় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় হবে’
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪০
‘প্রতি জেলায় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় হবে’
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এ বছরে প্রতি জেলায় একটি করে এবং পরবর্তীতে প্রতি উপজেলায় একটি করে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ।


শনিবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলেজমোড়ে গোলাপ খাঁ ট্রাস্টের প্রতিষ্ঠান গোলাপ খাঁ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।


এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যত্রতত্র বিদ্যালয় করা হলেও নীতিমালার বাইরে কোনো বিদ্যালয় সরকারি সুবিধা পাবেনা।এসব প্রতিষ্ঠানের কোনো ভবিষ্যৎ নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।


পরে তিনি স্কুল মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্ত্রী। এ সময় ট্রাস্টের সভাপতি অধ্যাপক রবিউল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম- ১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, গোলাপ খা শিশু সদনের পরিচালক বিলকিছ আরা বানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধান।


বিবার্তা/সৌরভ ঘোষ/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com