শিরোনাম
পদ্মার পাড়ে পাওয়া গেল বিরল প্রজাতির নীলগাই
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১০:১১
পদ্মার পাড়ে পাওয়া গেল বিরল প্রজাতির নীলগাই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারত থেকে আসা একটি বিরল প্রজাতির নীলগাই উদ্ধার করেছে বিজিবি।


শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুর ঠুঠাপাড়া সীমান্ত এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করা হয়। পরে রাত ১০টার দিকে নীলগাইটি রাজশাহী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় কয়েকজন মাঠে ঘাস কাটতে গেলে পদ্মা নদীর পাড়ে কাদায় আটকে থাকা অবস্থায় একটি নীলগাই দেখতে পান। পরে তারা মাসুদপুর বিওপিতে খবর দিলে তাদের সহায়তায় বিজিবি সদস্যরা নীলগাইটিকে উদ্ধার করে। শুক্রবার রাত ১০টার সময় রাজশাহী বন বিভাগের কাছে নীলগাইটি হস্তান্তর করা হয়।


এদিকে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার আশরাফুল ইসলাম জানান, উদ্ধারকৃত নীলগাইটি স্ত্রী প্রজাতির এবং দেশে বিরল। নীলগাইটিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com