শিরোনাম
ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮
ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
তানোর (রাজশাহী) সংবাদদাতা
প্রিন্ট অ-অ+

রাজশাহীর তানোরে এক ছাত্রীকে উত্যক্ত করার দায়ে ফরমান সাহা (১৪) নামে বখাটে যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত ফরমান সাহা তানোর পৌরশহরের গোল্লাপাড়া এলাকার ফজর সাহার ছেলে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ফরমান নামে এক যুবক কয়েকজন স্কুল ছাত্রীকে উত্যক্ত করে।তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান স্থলের মঞ্চে বসে থাকা ইউএনওকে ওই ভুক্তভোগী ছাত্রীরা বিষয়টি অবহিত করে।এ তথ্যের ভিত্তিতে সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো। এ সময় অভিযুক্ত ফরমানকে আটক করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।


ইউএনও সুশান্ত কুমার মাহাতো এ প্রতিবেদককে জানান, ছাত্রীদের উত্যক্তের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা রয়েছে।


বিবার্তা/অসীম কুমার/জাহিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com