শিরোনাম
লক্ষ্মীপুরে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ১৩:৫২
লক্ষ্মীপুরে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের কমলনগরে গণপিটুনিতে মো. আবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ডাকাতদলের সক্রিয় কর্মী বলে দাবি করেছে পুলিশ।


বৃহস্পতিবার গভীর রাতে কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে ডাকাতি করতে গেলে আবুল হোসেন গণপিটুনির শিকার হয়। পরে
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আবুল হোসেন নোয়াখালী জেলার সুধারাম থানার আন্ডারচর এলাকার বাসিন্দা মৃত আবদুল হকের ছেলে।


স্থানীয় লোকজন জানান, গভীর রাতে একদল ডাকাত চর কাদিরা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের সিরাজের বাড়িতে ডাকাতি করতে গেলে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে।


কমলনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা জানান, স্থানীয় লোকজনের গণপিটুনিতে আহত ডাকাত আবুল হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কমলনগর থানার ওসি কবির আহাম্মদ জানান, তিনজন চুরি করতে গেলেও আবুল হোসেন স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়। আবুল হোসেন চিহিৃত ডাকাত বলে শোনা যাচ্ছে। নোয়াখালীসহ আশে পাশের বিভিন্ন থানায় তার ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে।


এদিকে, নোয়াখালীর সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি কমলনগর থানা থেকে জানানো হয়েছে। তবে তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com