শিরোনাম
দৌলতপুরে অগ্নিকান্ডে ৩০ ঘর আগুনে পুড়ে ছাই
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০১
দৌলতপুরে অগ্নিকান্ডে ৩০ ঘর আগুনে পুড়ে ছাই
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ৩০টি ঘর ভষ্মিভূত হয়েছে। এঘটনায় আগুনে পুড়ে মারা গেছে ১৫টি গবাদি পশু।


রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মারচর লোকনাথপুর গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুনে কৃষকসহ ১৫টি পরিবারের অর্ধকোটির টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।


ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী জানান, লোকনাথপুর গ্রামের জিন্নাত সর্দারের পাড়ায় ময়ের উদ্দিনের রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রন হলেও আগুনে পুড়ে ছাই হয়েছে অন্তত ৩০টি ঘর। আগুনে পুড়ে মারা গেছে ১৫টি ছাগল।


ঘটনাস্থলে উপস্থিত রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, লোকনাথপুর গ্রামের জিন্নাত সর্দারের পাড়ায় আগুনে পুড়ে কৃষকসহ ১৫টি পরিবারের অন্তত ৩০টি ঘর ও ১৫টি ছাগল এবং ঘরের আসবাবপত্র ও খাদ্যশস্যসহ কমপক্ষে অর্ধকোটি টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা বর্তমানে খোলা আকাশের নীচে রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। তিনি ঘটনাস্থলে আসার কথা রয়েছে।


বিবার্তা/শরীফুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com