শিরোনাম
মুন্সীগঞ্জে সড়ক জনপদের উচ্ছেদ অভিযান শুরু
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৮
মুন্সীগঞ্জে সড়ক জনপদের উচ্ছেদ অভিযান শুরু
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সীগঞ্জ সদরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে হাতিমারা ও রিকাবীবাজার থেকে আলদী পর্যন্ত রাস্তার দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ।


রবিবার সকাল সাড়ে ১০টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন সড়ক জনপদ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্মসচিব মো. মাহবুবুর রহমান ফরুকী।


নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তাদের অভিযান দুই দিনব্যাপী চলবে এবং এ অভিযানে ১৩০টির মতো অবৈধ দোকান ভাঙা হবে, এর মধ্যে কয়েকটি বহুতল ভবনও ভাঙা যেতে পারে। অভিযানে এ পর্যন্ত ২০টা দোকান ভাঙা হয়েছে।


সওজ অধিদফতরের অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধ দখলদার, অবৈধ স্থাপনা, বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ করে সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হবে বলে জানান কর্তৃপক্ষ।


বিবার্তা/মুন্না/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com