শিরোনাম
টাঙ্গাইলে ১ শিক্ষকের দণ্ড, ৩ শিক্ষার্থী বহিষ্কার
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪০
টাঙ্গাইলে ১ শিক্ষকের দণ্ড, ৩ শিক্ষার্থী বহিষ্কার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে এক শিক্ষককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।


রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোকেশনাল শিক্ষার্থীদের গণিত পরীক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্টেট।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে তালেমন হযরত আলী মৎস্য ও প্রযুক্তি ইনস্টিটিউট কেন্দ্রে দায়িত্বে থাকা আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডদেয়া হয়েছে। একইসঙ্গে পরীক্ষায় অসদুপায়ের দায়ে এলেঙ্গা বিএম কলেজ কেন্দ্রের একজন ও কালিহাতী সদরের কুষ্টিয়া টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্রের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


তিনি আরো বলেন, চলমান এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/তোফাজ্জল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com