শিরোনাম
নবীগঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত ১, মহাসড়ক অবরোধ
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৫
নবীগঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত ১, মহাসড়ক অবরোধ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহনের চাপায় ফুলজান বিবি (৬৮) এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষুব্ধ জনতা।


রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে নবীগঞ্জ উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফুলজান বিবি উপজেলার দীঘলবাক ইউনিয়নের মশিবপুর গ্রামের মৃত ওয়াছিল উল্ল্যাহর স্ত্রী।


জানা যায়, সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিনাজপুর গ্রামে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন ফুলজান বিবি। চিকিৎসা গ্রহণ শেষে বাড়ি ফিরছিলেন বৃদ্ধা ফুলজান বিবি। মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির সিলেটগামী বাস ঢাকা মেট্রো (ব-১৫২৫৬৬) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফুলজান বিবির মৃত্যু হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সঈদপুর বাজারে ঘাতক বাসটিকে আটক করে। তবেচালক পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। এসময় উভয়পাশে শতশত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।


খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, হাইওয়ে পুলিশের সহকারি পুলিশ সুপার সালমান ফারসি, নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান, শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূইয়াঁ ঘটনাস্থলে যান। এসময় স্থানীয় জনতা ৭২ ঘন্টার ভেতরে মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে স্পীড-ব্রেকার স্থাপনের দাবি জানান। দাবির প্রেক্ষিতে উপস্থিত কর্মকর্তারা উত্তেজিত জনতাকে স্পীড-ব্রেকার স্থাপনের আশ্বাস প্রদান করলে প্রায় একঘন্টা মহাসড়ক অবরোধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।


শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়াঁ নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পর ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি স্বাভাবিক করি, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়া দাফন কাজ সম্পন্ন করার আবেদন করেছে, আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুঠে যাই,পরে উত্তেজিত জনতার সাথে আলাপ করে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/ছনি/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com