শিরোনাম
তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩২
তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে গড়ে ওঠা বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডাব্লিটিএ।


বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ অভিযান শুরু হয়।


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত টঙ্গী বাজারের অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।


বিআইডাব্লিটিএর উপ-পরিচালক আরিফ উদ্দিন বলেন, যেসব স্থাপনার উচ্ছেদ করা হচ্ছে সেগুলো আগেও উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু উচ্ছেদের পর সেগুলো পুনরায় দখলে নিয়ে যায় একশ্রেণির দখলদাররা।


তিনি বলেন, টঙ্গী বাজার এলাকা থেকে শিল্পনগরীর দিকে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সবগুলোই উচ্ছেদ করা হবে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com