শিরোনাম
সিলেটে ‘আল্লাহর দলে’র সদস্য সন্দেহে আটক ৯
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২০, ১৭:০৪
সিলেটে ‘আল্লাহর দলে’র সদস্য সন্দেহে আটক ৯
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট নগরের আরামবাগে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র সদস্য সন্দেহে নয় জনকে আটক করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিলেট মহানগর পুলিশের সদর দফতরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।


তিনি জানান, বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মহানগর পুলিশের শাহপরান থানাধীন আরামবাগের ১ নম্বর রোডের ১৭ নম্বর বাসার নিচ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।


গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার বড়কুমিড়া গ্রামের মৃত আব্দুল মান্নান আকন্দের ছেলে মানিক আকন্দ ওরফে মেহেদী (৩২), নোয়াখালী জেলার কৃষ্ণপুর গ্রামের আবুল কালামের ছেলে জহির উদ্দিন বাবর (২০), সিলেটের জকিগঞ্জ উপজেলার মাননিকপুর গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে রাসেল আহম্মেদ (২৪), কুমিল্লা জেলার রাজমঙ্গলপুর গ্রামের আব্দুল আলীর ছেলে আবুল কালাম আজাদ ওরফে কালাম (২০), সিলেটের জকিগঞ্জ উপজেলার খাফনা ঈদগাহ বাজার গ্রামের মুক্তাদির মিয়ার ছেলে কামাল আহম্মেদ (২৫), সুনামগঞ্জ জেলার শাহপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে তমি উদ্দিন সুমন (৩০), রাজশাহী জেলার চেওখালী গ্রামের কায়েম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (২৯), সিলেটের জালালাবাদ থানাধীন হায়দরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে জুয়েল আহম্মেদ (২৪) এবং সিলেটের গোলাপগঞ্জের নলুয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে স্বপন আহম্মেদ (২১)।


অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মাহিদুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা আল্লাহর দলের সক্রিয় সদস্য। তারা নাশকতা ঘটানোর জন্য ওই বাসায় গোপন বৈঠক, বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের জন্য একত্রিত হয়। তাদের সঙ্গে আর কারা রয়েছে সে বিষয়ে তাদের ঢাকায় জিজ্ঞাসাবাদ করা হবে। আটককৃতদের মধ্যে মো. মানিক আকন্দ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সিলেট বিভাগীয় প্রধান।


ঢাকা থেকে আসা অ্যান্টি টেররিজম ইউনিটের একটি চৌকস দল সিলেটে এ অভিযান পরিচালনা করে। সিলেট মহানগর পুলিশের সহযোগিতায় এ অভিযানে নেতৃত্ব দেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহিদুজ্জামান।


বিবার্তা/এসএ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com