শিরোনাম
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বললেন শিরিন আখতার
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১৩:৩৩
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বললেন শিরিন আখতার
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় ত্রিশ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির পর আমরা বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১৪ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।


তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি জঙ্গিবাদ মোকাবেলা করার জন্য প্রত্যয় ঘোষণা করা হয়েছে। এইসঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২ টায় বরিশালে জেলা ও মহানগর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।


এর আগে নগরীর অশ্বিনী কুমার হলে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন শিরিন আখতার এমপি।


জাসদ বরিশাল মহানগর কমিটির সভাপতি মো. মজিবুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসদের আইন বিষয়ক সম্পাদক আব্দুল হাই খন্দকার, জাসদের কেন্দ্রীয় নেতা মো. মোহসীন প্রমূখ আর সঞ্চালনাক ছিলেন অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব। এখানে মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে জাসদের নেতাকর্মীরা অংশ নেয়।


বিবার্তা/জসিম/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com