শিরোনাম
পাঠ্যপুস্তকে তুলে ধরা হবে রাজাকারদের কুকীর্তি: মুক্তিযোদ্ধা মন্ত্রী
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১৩:০১
পাঠ্যপুস্তকে তুলে ধরা হবে রাজাকারদের কুকীর্তি: মুক্তিযোদ্ধা মন্ত্রী
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক জানিয়েছেন, জাতীয় পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ইতিহাস তুলে ধরার পাশাপাশি রাজাকার, আল বদর, আল শামসদের কুকীর্তির কথাও তুলে ধরা হবে। তিনি বলেন, এতে করে শিক্ষার্থীরা কোনটা ভালো, কোনটা খারাপ তা জানতে ও বুঝতে পারবে।


শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সিলেটের জেলা প্রশাসন কাজী এম. এমদাদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। যুদ্ধ শেষে আমরা অস্ত্র জমা দিলেও ট্রেনিং, চেতনা জমা দেইনি। যারা পেছনে থেকে বঙ্গবন্ধুকে খুনের আয়োজন করেছিল তাদের এখন বিচারের সময় এসেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।


সভায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের প্রকল্প পরিচালক আব্দুল হাফিজ, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সিলেটের ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এস. এম. জাহিদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মুক্তিযোদ্ধা করুনাময় দাস, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু রায় চৌধুরীসহ অনেকে বক্তব্য রাখেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com