শিরোনাম
বরগুনায় ধরা পড়লো ৪০০ কেজির শাপলাপাতা মাছ
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ২২:১১
বরগুনায় ধরা পড়লো ৪০০ কেজির শাপলাপাতা মাছ
বরগুনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে জেলেদের জালে ধরা পড়েছে ১০ মণ (৪০০ কেজি) ওজনের বিশাল শাপলাপাতা মাছ।


শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে বরগুনার পাথরঘাটায় অবস্থিত বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে এ মাছটি নিয়ে আসা হয়। এর আগে ভোরে বলেশ্বর নদের পদ্মা এলাকায় জেলেদের গোভ জালে ধরা পড়ে শাপলাপাতা মাছটি।


পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি বিক্রি হয়েছে ৬৩ হাজার টাকায়।


মাছটির ক্রেতা মো. শহিদ মোল্লা বলেন, মাছটি বিএফডিসি মৎস্য বাজারে নিয়ে এলে ৬৩ হাজার টাকায় কিনেছি। মাছটি এখন কেটে বিক্রি করা হবে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com