
সাভারে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সাভার উপজেলা পরিষদের উদ্যোগে কয়েক’শো দৃষ্টি প্রতিবন্ধির মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এ সময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, সাভার বাজার বাসষ্ট্যান্ডের অন্ধ মার্কেট নিয়ে এক মহল ষড়যন্ত্র করছে। অন্ধদের মার্কেট কাউকে দখল করতে দেয়া হবে না। কেউ দখল করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় অন্ধ সংস্থার চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, মহাসচিব হারুন আর রশিদ, এন এস ডিপির চেয়ারম্যান মাঈন উদ্দিন চৌধুরী, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বিবার্তা/শরীফুল/এসএ/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]