শিরোনাম
খুলনায় ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২০, ১৫:২৫
খুলনায় ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনার ব‌টিয়াঘাটায় ব্যবসায়ী রিপন রায় (১৯) নামে এক যুবককে হত্যার দায়ে ছয় আসা‌মিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


সোমবার (২০ জানুয়া‌রি) দুপুরে খুলনার জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় দেন। এসময় দোষী সাব্যস্ত না হওয়ায় একই এলাকার হুমায়ুন ক‌বির বাবু ও হান্নান ম‌ল্লিককে খালাস দেয়া হয়েছে।


রিপন ব‌টিয়াঘাটা উপজেলার গড়িয়াডাঙ্গার রাম প্রসাদ রায়ের ছেলে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আরিফ মাহমুদ লিটন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- ব‌টিয়াঘাটা উপজেলার বৃ‌ত্তি শলুয়া এলাকার নুর মোহাম্মদের ছেলে ম‌নিরুজ্জামান ঘরামী, পারশেমা‌রির ম‌জিদ সরদারের ছেলে হুমায়ুন সরদার, গাওঘরার আমজেদ সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার, নুর শেখের ছেলে এনামুল শেখ, খালেক শেখের ছেলে কাদের শেখ ও সিরাজ শেখের ছেলে পিন্টু শেখ।


আদালতের উচ্চমান বেঞ্চ সহকা‌রী মো. সায়েদুল হক শাহীন নথির বরাত দিয়ে জানান, ২০০৭ সালের ১ এপ্রিল রাতে ব‌টিয়াঘাটা উপজেলার গ‌ড়িয়াডাঙ্গার রাম প্রসাদ রায়ের ছেলে রিপন তার ব্যবসাপ্র‌তিষ্ঠান (সি‌ডির দোকান) থেকে বা‌ড়ি ফির‌ছিলেন। আসা‌মিরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কু‌পিয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে যান। পর‌দিন সকালে বৃ‌ত্তি খলশীবু‌নিয়া এলাকার রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পু‌লিশে খবর দেয়। পরে ব‌টিয়াঘাটা থানা পু‌লিশ রিপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মে‌ডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।


এ ঘটনায় ২ এপ্রিল রিপনের বাবা বা‌দী হয়ে ব‌টিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১০ সালের ২০ জুলাই পু‌লিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই খান মাহবুবুর রহমান আটজনের বিরুদ্ধে আদালতে চার্জ‌শিট দা‌খিল করেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com