শিরোনাম
মেঘনায় ফের দুই লঞ্চের সংঘর্ষ
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ০৮:২০
মেঘনায় ফের দুই লঞ্চের সংঘর্ষ
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁদপুরের মেঘনায় ফের দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৬ জন।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুরের আলুবাজার ও ঈশানবালার মধ্যবর্তী মেঘনায় এমভি প্রিন্স আওলাদ-৪ ও এমভি টিপু-১২ লঞ্চের মধ্যে এ সংঘর্ষ ঘটে। আহতরা সবাই এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চের যাত্রী।


জানা গেছে, বরিশালের হিজলা থেকে রাত ৮টায় এমভি প্রিন্স আওলাদ-৪ ও পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি টিপু-১২ লঞ্চের মধ্যে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।


এমভি টিপু-১২ লঞ্চের সুপারভাইজার লিটু দাস জানান, এমভি টিপু-১২ লঞ্চের সুকানের চেইন ছিড়ে যাওয়ায় তা মেরামত করা হচ্ছিল, বিপরীত দিক থেকে এমভি আওলাদ-৪ লঞ্চটি এসে পড়ায় সংঘর্ষ ঘটে।


উল্লেখ্য এর আগে, রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাতে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে মা ও তার এক শিশুসন্তান নিহত হন। এতে আহত হন আরও আট যাত্রী।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com