শিরোনাম
মেয়রপুত্র আশিকুর হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ১৪:১৭
মেয়রপুত্র আশিকুর হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সরকারের ছেলে স্কুলছাত্র আশিকুর রহমান সাম্য (১৩) হত্যা মামলায় ১১ আসামির মধ্যে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি আট আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ আদেশ দেন।


২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর দুপুরে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের একমাত্র ছেলে আশিকুর রহমান সাম্যকে অপহরণ করা হয়। পরদিন বর্ধনকুঠি বটতলার কমিউনিটি সেন্টারের সেপটিক ট্যাংক থেকে সাম্যর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঘটনায় গোবিন্দগঞ্জ পৌরসভার কাউন্সিলর জয়নাল আবেদীনকে প্রধান আসামি এবং সাম্যের সহপাঠীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন সাম্যর বাবা।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com